নিজস্ব প্রতিবেদক:
কিংবদন্তি কৌতুকাভিনেতা দিলদারের জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চার দশকে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অসংখ্য সিনেমায়। তিনি ছিলেন ঢাকাই সিনেমার হাসির রাজা। সিনেমায় হাস্যরস ফুটিয়ে তোলার জন্য অবধারিত নাম দিলদার।
এসএসসি পাস করার পর পরই লেখাপড়া ছেড়ে অভিনয়ে নাম লেখান এই কমেডি অভিনেতা। তাঁর স্ত্রী রোকেয়া বেগম, বড় কন্যা মাসুমা আক্তার ও ছোট কন্যা জিনিয়া আফরোজ।
১৯৭২ সালে ‘কেন এমন হয়’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে দিলদারের যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে ঢালিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে নেন তিনি। তিনি বেদের মেয়ে জোসনা, বীর পুরুষ, অজান্তে, বিক্ষোভ, অন্তরে অন্তরে, দূর্জয়, কন্যাদান, সুন্দর আলী জীবন সংসার, স্বপ্নের নায়ক, এই ঘর এই সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম যমুনা, বাঁশিওয়ালা, আনন্দ অশ্রু, গাড়িয়াল ভাই, অচিন দেশের রাজকুমার, শান্ত কেন মাস্তান, গুন্ডা নাম্বার ওয়ানসহ অসংখ্য সিনেমায় অভিনয় করেন।
দিলদার কৌতুক অভিনেতা হিসেবে ঢালিউডে অপ্রতিদ্বন্দ্বি হয়ে উঠেছিলেন। তাঁকে চিন্তা করেই সিনেমার কাহিনী লেখা হতো অনেক সময়। পরিচালকদের কমেডি করার জন্য প্রথম চিন্তাই ছিলো দিলদার।
তিনি নায়িকা নূতনের বিপরীতে নায়ক হয়ে পর্দায় হাজির হলেন ‘আব্দুল্লাহ’ সিনেমায়। নাম ভূমিকায় এ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবি সে সময় ব্যাপক ব্যবসা সফল হয়।
দিলদার ২০০৩ সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০০৩ সালের ১৩ জুলাই ঢাকাই ছবির জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার পরলোকগমন করেন। ঢাকার ডেমরায় অবস্থিত সানারপাড় এলাকার পারিবারিক কবরস্থানে তিনি চিরনিদ্রায় শুয়ে আছেন।