নিজস্ব প্রতিবেদক:
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’এই স্লোগানে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। চলচ্চিত্রে নারী ও প্রাচ্য-পাশ্চাত্যের চলচ্চিত্রকার বিষয়ক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে এ উৎসবে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে উৎসব আয়োজক কমিটির পরিচালক আহমেদ মুজতবা জামাল এ বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে উৎসবের চেয়ারপারসন কিশোয়ার কামাল, ম হামিদ, চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য মইনুদ্দিন খালেদ, চিত্রনায়ক ফেরদৌসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭-১৮ জানুয়ারি উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘সপ্তম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কনফারেন্স উদ্বোধন করবেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি আলোচক হিসেবে থাকবেন। উক্ত কর্মশালায় দেশি বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের নারী নির্মাতাগণ অভিজ্ঞতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ পাবেন।
এখানে নারী নির্মাতারা তাদের কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তোরণের উপায় নিয়ে বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশ্ব পরিবর্তনে নারীর নেতিবাচক ও ইতিবাচক ভূমিকা এবং প্রতিবন্ধকতা থেকে সমাধানের উপায়সমূহ উঠে আসবে এই কনফারেন্সে। ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষনগুলোর একটি এই উইমেন্স কনফারেন্স।
ঊনবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আগামি ১৯ জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাতাদের মিথষ্ক্রিয়ামূলক দিনব্যাপী সেমিনার ‘ওয়েস্ট মিটস ইস্ট’। চলচ্চিত্রে প্রয়োজনীয়তা থেকেই পশ্চিমারা নিজ শৈল্পিকতা গুণে সমৃদ্ধ। প্রাশ্চাত্যের দেশগুলোর চলচ্চিত্রেরও রয়েছে নিজস্ব শৈল্পিকতা, কিন্তু তা প্রাচ্য থেকে একেবারেই ভিন্ন। এটা ধারণা করা হত যে, ‘এই দুই অঞ্চলের শিল্প কখনও এক হবে না’।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো প্রাচ্য ও পাশ্চ্যত্যের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। ফলে চলচ্চিত্র হারিয়েছে নিজ সীমানা, পেয়েছে বৈশ্বিক পরিচিতি। এই একাত্মতাকে কিভাবে আরও রিদ্ধ করা যায় সেই ভাবনা উসকে দিতেই এই আয়োজন। ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সেমিনারটি চলবে।
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে সেমিনার:
এছাড়াও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২০ জানুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘সত্যজিৎ রায়: জাতীয় ও বৈশ্বিক’ শিরোনামের মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক।
এই সেমিনারে আসাদুজ্জামান নূর এমপির সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী শর্মীলা ঠাকুর, ধৃতমান চ্যাটার্জী, বিচারপতি রিফাত আহমেদ এবং চলচ্চিত্র সমালোচক মঈনুদ্দীন খালেদ।