নিজস্ব প্রতিবেদক:
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে বান্দের ব্যান্ড (৫১ লাখ রুপি)। এবার এ উৎসবে এশিয়া বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স যৌথ প্রযোজনায় রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ছবি ‘নোনা জলের কাব্য’।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার জয়ীরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছেন উৎসবে। রবীন্দ্র সদনের একতারা মঞ্চে উৎসবের সমাপণীর আয়োজন করা হয়।
দেশ-বিদেশের ৮১টি পূর্ণদৈর্ঘ্য ও ৫০টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হয় এ উৎসবে। উৎসবে সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন আরতিকপাই সুইউনদুকোভ। তিনি পেয়েছেন, বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ছবি ব্লাইন্ড ফোল্ড।
এছাড়া সেরা ভারতীয় ছবি হিসেবে ফলস আই, ভারতীয় ভাষার সেরা নির্মাতা বিশ্বজিৎ ভোরা, সেরা ভারতীয় শর্টফিল্ম ডাস্ক ও সেরা ডকুমেন্টারি (ভারতীয়) হিসেবে হাইওয়েজ অব লাইফ পুরস্কৃত হয়েছে।
কলকাতার আটটি সরকারি প্রেক্ষাগৃহে ছবি দেখানো হয়। উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে সত্যজিৎ রায় পরিচালিত ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘অপুর সংসার’ ছবিটি দেখানো হয়। গতবার এ উৎসবে প্রদর্শিত হয়েছিলো বাংলাদেশের দুই সিনেমা ‘আলফা’ ও ‘চন্দ্রাবতী কথা’।
উৎসবে সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া গত বছর পণ্ডিত রবিশঙ্কর, অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ও সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ ছিলো। এ উপলক্ষে তিন প্রখ্যাত শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া গত বছর ছিল ইতালির প্রখ্যাত পরিচালক ফেডরিকো ফেলিনি এবং ফরাসি চলচ্চিত্র নির্মাতা এরিক রোমারের জন্মশতবার্ষিকী। এ দুই শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। এই দুই শিল্পীর ছবিও দেখানো হয় উৎসবে।
এছাড়া কলকাতা আন্তর্জাতিক উৎসবে প্রয়াত চলচ্চিত্র তারকা বাসু চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, ইরফান খান, তাপস পাল, অমলা শঙ্কর, সন্তু মুখোপাধ্যায়, ফার্নান্দো সোলানাস ও কিম কি দুককে বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করা হয় ।