কালচারাল ইয়ার্ড ডেস্ক :
দেশের সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল বিভাগে দেখানো হবে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) প্রযোজিত ডিপ্লোমা ফিল্ম ‘নিরুদ্দেশ যাত্রা’ (Ex Nihilo Nihil Fit)।
বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস’র ‘নিরুদ্দেশ যাত্রা’ গল্পের ভাব অনুপ্রেরণায় নিরীক্ষাধর্মী ছবিটি নির্মাণ করেছেন চলচ্চিত্রের সাবেক শিক্ষার্থী ও নির্মাতা দেবাশীষ দাস।
রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ঢাকা উৎসবে ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হবে। ইতোমধ্যে সিনেমাটির একটি ট্রেইলর debashisdoob ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
‘নিরুদ্দেশ যাত্রা’ গল্পের ভাব অনুপ্রেরণায় নিরীক্ষাধর্মী এই ছবিটিতে মানুষের মনোস্তাত্বিক টানাপোড়েনের দিকগুলো উঠে এসেছে। মানুষের সঙ্গে প্রকৃতি ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের নানা দিক ফুঠে উঠেছে এ ছবিটিতে। ছবিটির মাধ্যমে মানুষের বোধের নিবিড়ে বিচরণ করেছেন যেন নির্মাতা নিজেই। এমন একটি বোধ ছবির ট্রেইলরে পাওয়া যায়।
ছবিটি দর্শকের মননে এক নব অনুরনন জাগাতে সহায়তা করবে বলে মনে করেন নির্মাতা দেবাশীষ দাস।
‘নিরুদ্দেশ যাত্রা’ (Ex Nihilo Nihil Fit) সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন নির্মাতা দেবাশীষ দাস নিজেই। তাঁর সঙ্গে আরেকজন চিত্রগ্রাহক ছিলেন খালেক সাদমান। চিত্রনাট্য গবেষণায় রোকেয়া সামিয়া, ফজলে হাসান শিশির ও রুদ্র কাওসার।
ছবিটির সম্পাদনা, রং সম্পাদনা, শব্দ গ্রহণ ও পরিকল্পনায়ও ছিলেন নির্মাতা দেবাশীষ দাস নিজেই। সঙ্গীতায়োজন করেছেন নাজিম রনি। শিল্প নির্দেশনায় আছেন মহিতোষ কান্তি রায় ও এস. আহমেদ ফাহিম
অভিনেতা-কুশলীর মধ্যে আছেন- এমেল রুমী, অরিন্দম সরকার, সমরজিৎ ভৌমিক, মেশকাতুল মাসাবিহ সঞ্চারী, শঙ্করী বল, অমল বসাক, মোঃ আব্দুস সালাম, জয়নাল আবেদিন ঝন্টু, মোঃ মোশারফ হোসেন, নাজমুল হক শাহিন, রাদ আহমেদ ফুয়াদ, সুরাইয়া রহমান সূচনা, মোঃ মাহাফুজুর হক নাহিদ।
সার্বিক ব্যবস্থাপনায় সাখাওয়াত হোসেন সৈকত, মহিতোষ কান্তি রায়। ব্যবস্থাপনা সহযোগী- সমরজিৎ ভৌমিক, জয়নাল আবেদিন ঝন্টু, লুৎফর রহমান রতন। নির্মাণ তত্ত্বাবধান করেছেন চলচ্চিত্রকার মানজারেহাসীন মুরাদ।