আগামী ২ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২৪ জানুয়ারি) বর্তমান কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের ৪৫ দিন আগ থেকে নির্বাচন কমিশন ভোটের কার্যক্রম শুরু করবে বলেও এ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। তাঁর সঙ্গে আরও দুইজন নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।
সভা শেষে চলচ্চিত্র পরিচালক সমিতির একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে বর্তমান কমিটির মেয়াদ। কিন্তু করোনাকালে পিছিয়ে যায় এবারের নির্বাচন। নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এখনও এর কোন অনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০১৯ সালের ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ওই কমিটির সভাপতি হিসেবে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব হিসেবে বদিউল আলম খোকন দায়িত্ব পালন করছিলেন।