ভারতের সিনেমার শহর মুম্বাইয়ে শুরু হয়েছে বাংলাদেশের জাতির পিতার বায়োপিক নিয়ে নির্মিত সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং। সেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত শিল্পী-কলাকুশলীরা অংশ নিয়েছেন শুটিংয়ে। কিছু শিল্পী দেশে রয়েছেন। কিছুদিনের মধ্যে তারা উড়াল দিবেন ভারতে।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আন্তর্জাতিক মানের নির্মাতা শ্যাম বেনেগাল সিনেমাটি নির্মাণ করছেন। তিনি নানা গবেষণা শেষে নিয়েছেন অডিশন। এর মাধ্যমে নির্বাচন করেছেন শিল্পী-কুশলী। গেল বছরেই ছবিটির শুটিং শুরুর প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু বাঁধ সাধলো করোনা। এবার সব বাধা কাটিয়ে লাইট, ক্যামেরায় ধারণ হচ্ছে বঙ্গবন্ধুর জীবনী।
‘বঙ্গবন্ধু’র পরিণত বয়সের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। কিশোর বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্য জ্যোতি। এছাড়া ছবিটিতে ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা ও শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করছেন খলনায়ক মিশা সওদাগর।
গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন শেখ হাসিনার বড় ভূমিকায় জান্নাতুল সুমাইয়া, সৈয়দ নজরুল ইসলাম চরিত্রে সায়েম সামাদ, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল ইসলাম সাচ্চু, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, বঙ্গবন্ধুর দাদা আবদুল হামিদের চরিত্রে গাজী রাকায়েত, তাজউদ্দীন আহমেদের দায়িত্বে ফেরদৌস আহমেদ, সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, শওকত মিয়া চরিত্রে সিয়াম আহমেদ। বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান ও বাবার চরিত্রে আছেন খায়রুল আলম সবুজ ও চঞ্চল চৌধুরী।
ছবিটিতে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে দয়াল নিহালানি রয়েছেন। ছবিটির চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় আছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। সঙ্গীত পরিচালনা করছেন বলিউডের খ্যাতনামা সঙ্গীতজ্ঞ শান্তনু মৈত্র।
মুম্বাইয়ে মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রথম লটের শুটিং সম্পন্ন হবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক শ্যাম বেনেগাল। মুম্বাই থেকে শুটিং শেষে বর্ষা এলে এরপর শুটিং টিম নিয়ে শ্যাম বেনেগাল উড়াল দিবেন বাংলাদেশে। ছবিটি বাংলা ভাষায় নির্মিত হলেও এর সাবটাইটেল হবে হিন্দিতে।