জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর গল্পে ভালোবাসা দিবসের নাটক নির্মাণ করেছেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাটকটিতে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ভালোবাসা দিবসে প্রচারিত হবে। নাটকের নাম ‘কাজলরেখা’।
নাটকটির গল্পভাবনায় আফরান নিশো। এর চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। নাটকটির কাজল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও রেখা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।
একটা মফস্বল শহরের দু’জন ছেলে-মেয়ের সহজ-সরল প্রেমের গল্পের পটভূমিতে নির্মিত নাটকটি বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক আরিয়ান। এটি একটি বিশেষ প্রেমের গল্প। তবে নাটকটিতে বিশেষ চমক বা বৈচিত্র্য রয়েছে বলে জানান মিজানুর রহমান আরিয়ান।
নিশো-মেহজাবিন ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, শাহেদ আলী সুজনসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।