ইফতেখার চৌধুরীর ‘নেত্রী দ্য লিডার’-এ অনন্ত-বর্ষার সঙ্গে বলিউডের কবির দোহান সিং
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বাংলাদেশের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় খল অভিনেতা কবির দোহান সিং এমন খবর পুরনো। তবে এ খবর জানানোর দুদিন পর জানা গেলো অনন্ত-বর্ষার সঙ্গে বাংলাদেশী সিনেমা ‘নেত্রী দ্য লিডার’-এ অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ঢালিউডের স্বনামধন্য পরিচালক ইফতেখার চৌধুরী।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে কবির দোহান সিং জানান তিনি বাংলাদেশি ‘নেত্রী দ্য লিডার’ সিনেমায় অভিনয় করছেন। যেখানে তার সঙ্গে মূখ্য চরিত্রে অভিনয় করছেন ঢালিউড স্টার অনন্ত জলিল ও বর্ষা। ছয় বছরে বলিউড ও দক্ষিণী সিনেমায় ৩৯টি সিনেমায় অভিনয় করেছেন কবির দোহান।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার মহরত অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হয়ে অনন্ত জলিল ঘোষণা দিয়েছিলেন ‘নেত্রী দ্য লিডার’ নির্মাণের। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন তিনি। সেসময় ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধে তার সহধর্মীনী ও চিত্রনায়িকা বর্ষা অভিনয় করবেন বলে জানিয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়াকে কবির দোহান সিং জানিয়েছেন তিনি বলেন, ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এর ৯৫ শতাংশ শুটিং করা হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে। আর ঢাকায় হবে এর ৫ শতাংশ শুটিং। ছবিতে কবির দোহান সিং প্রধান ভিলেন হিসেবে অভিনয় করছেন বলে জানালেন।
কবির জানান, ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাই ভাষা নিয়ে তিনি খুব বেশি চিন্তত নন। এ ছবিতে প্রচুর অ্যাকশন আছে তিনি এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরকম অ্যাকশন সিনেমায় অভিনয় করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে তিনি জানান।
ভারতীয় সিনেমার তুমুল জনপ্রিয় ভিলেন কবির দোহান সিং কিক টু, ভেদালাম, সরদার গাব্বার সিংসহ বহু সিনেমায় অভিনয় করেছেন।