পুত্র সন্তানের মা হলেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। রোববার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। পিয়ার স্বামী ফারুক হাসান সামী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারুক জানান, ২২ ফেব্রুয়ারি ছিলো পিয়ার মা হওয়ার সম্ভাব্য তারিখ। কিন্তু তার আগেই সিজারের মাধ্যমে জন্ম নিলো তাদের প্রথম সন্তান। বাচ্চা ও মা উভয়ই সুস্থ আছেন। তবে এখনই সন্তানের ছবি প্রকাশ করতে চান না তারা।
২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন পিয়া জান্নাতুল। ফারুক হাসান সামী সাথে চলছে তার সুখের সংসার। গত বছর অক্টোবরে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তিনি।
কলেজ জীবন থেকে ফ্যাশন প্রিয় পিয়ার শোবিজে পর্দাপন হয় ‘মিস বাংলাদেশ ২০০৭’ হওয়ার মাধ্যমে। এরপর ইন্ডানিয়ানা প্রিন্সেস মুম্বাইতে সেরা সুন্দরীর মুকুট তাঁর মাথায় ওঠে ২০১৩ সালে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বখ্যাত ‘ভোগ’ সাময়িকীর (ভারত সংস্করণ) প্রচ্ছদের মডেল হয়েছেন।
রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জান্নাতুল পিয়া। এরপর অভিনয় করেছেন বেশ কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে।
উপস্থাপনায়ও বেশ পটু পিয়া। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করে তিনি।