মুজিববর্ষ উপলক্ষে এবারের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় সিনেমা ‘প্রিয় কমলা’। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ মার্চ। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ছবিটিতে নাম ভূমিকায় জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস অভিনয় করেছেন। ছবিটিতে অভিনয় করা প্রসঙ্গে নায়িকা অপু বিশ্বাস জানান, কমলা চলচ্চিত্রটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমা। এ সিনেমায় তাকে সুযোগ করে দেয়ার জন্য পরিচালক জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অপু।
কমলা চরিত্রটি নিয়ে নিজের আশাবাদ জানিয়ে অপু বিশ্বাস বলেন, নিজের চরিত্র ফুটিয়ে তুলতে তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন।
চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এই ছবিতে তার অভিনয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন। তিনি জানান, ইমপ্রেস টেলিফিল্ম ও জয়ের সঙ্গে এটাই তার প্রথম কাজ। এই কাজটি দর্শকরা ভালোভাবে উপভোগ করবেন বলে আশা ব্যাক্ত করেন বাপ্পী।
‘প্রিয় কমলা’ সিনেমার পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন, এই সিনেমাটিতে ফুটে উঠেছে স্বাধীনতার ৫০ বছরে দেশে আসলে কী অর্জন করলো বা কী অর্জন করলো না এই বিষয়টি। এ গল্পটিতে বিষয়গুলো স্বচ্ছভাবে পর্দায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সিনেমাটি অনেকদিন মুক্তির প্রতীক্ষায় ছিলো, সব বাধা কাটিয়ে এবার সিনেমাটি সুন্দরভাবে মুক্তি পাচ্ছে বলে জানান পরিচালক জয়।
‘প্রিয় কমলা’ চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লবসহ অনেকে।