বলিউডের টাইগার শ্রফের সঙ্গে এবার ‘বাঘি-৪’-এ জুটি বাঁধছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। বাঘির প্রথম তিন সিক্যুয়েলে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানি। এবার চতুর্থ কিস্তিতে আছেন সারা। ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
যদিও সম্প্রতি সারার অতিরঞ্জিত অভিনয় নিয়ে বেশ সমালোচনা আছে বলিউডে। তবে সাজিদের এবারের পছন্দ সারা।
সারা আলী খান নিজের সব বাঁধাকে পেছনে ফেলে নতুনভাবে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত বলেও মনে করেন নির্মাতা আহমেদ খান। টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে দারুণ কিছু সারা আলী খান দর্শকের জন্য উপহার দেবেন এমনটাই প্রত্যাশা তার।
সারা নিজেও ‘বাঘি-৪‘ সিনেমায় সুযোগ পেয়ে স্বস্তিতে আছেন। তিনি নিজেও এ ছবিতে নিজেকে প্রমাণে উঠেপড়ে লেগেছেন। নিজের সর্বোচ্চ দিতে প্রস্তুত তিনি।
তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘কুলি’ নিয়ে হতাশায় ছিলেন দর্শক। তবুও তিনি সব কাটিয়ে উঠবেন-এমনটাই বিশ্বাস সারার।