কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সময়ের জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। এই সিরিয়ালে মাধ্যমে শিল্পীদের পাশাপাশি ব্যাক জনপ্রিয়তা পেয়েছেন কাজল আরেফিন অমি। এবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের নিয়ে তিনি নির্মাণ করছেন একটি একক নাটক। অমির ভালোবাসা দিবসের এই নাটকটির শিরোনাম ‘ফিমেল’।
বুধবার সন্ধ্যায় নির্মাতা নিজের ফ্যান পেইজ ও ফেইসবুকে নাটকটির পোস্টার উন্মুক্ত করেছেন, যার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। পোস্টারে দেখা যাচ্ছে, একটি ওয়ের্স্টান হিল জুতা, যার উপর ভাসছে শিল্পীদের ছবি। সেখানে একমাত্র নারী শিল্পী ছাড়া সবাই সাদাকালো!
নাটকটির গল্প প্রসঙ্গে কাজল আরেফিন অমি জানান, ‘ফিমেল’ নাটকের গল্পটি শহরের একটি মহল্লায় একজন মেয়েকে ঘিরে, যার জন্য পুরো মহল্লার ছেলেরা পাগল। একটি মেয়ের জন্য পাড়া মহল্লা বা কর্পোরেট লেভেলে যা যা ঘটে সবই উঠে আসবে এ নাটকে। পুরোটাই রিয়েলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
কমেডি ধাঁচের নাটকটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী নির্মাতা অমি। এর মাধ্যমে দর্শক অন্য এক অমির সঙ্গে পরিচিতি হবেন- এমনটা ধারণা তার।
গত ডিসেম্বরে রাজধানীর নাখালপাড়ায় এর দৃশ্য ধারণ করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, মিশু সাব্বির, সুমন পাটোয়ারি, জিয়াউল হক পলাশ, চাষি আলম, শরাফ আহমেদ জীবন, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা ও সানজানা রিয়া।
এটি প্রযোজনা করেছেন মাসুদুল হাসান। ভালোবাসা দিবসের জন্য নির্মিত এই নাটকটি মোশন রকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এছাড়াও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।