প্রথমবারের মতো কলকাতায় মুক্তি পেলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘ডিকশনারি’। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু নির্মিত সিনেমাটি কলকাকার প্রায় ৪০টি সিনেমা হলে মুক্তি পায়।
কলকাতার সড়কগুলোতে এখন বড় বড় বিলবোর্ডে মোশাররফ করিমসহ সিনেমার শিল্পীদের পোস্টার ছেয়ে গেছে। সিনেমাটির ট্রেলার ইতোমধ্যে অন্তর্জালে প্রকাশ পেয়েছে। বাংলাদেশেও সিনেমাটির ট্রেইলর ব্যাপক প্রশংসা পাচ্ছে। মোশাররফ করিম সিনেমাটির প্রচারণায় অংশ নিতে কয়েকদিন ধরে কলকাতায় অবস্থান করছেন।
বুদ্ধদেব গুহ’র দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ‘ডিকশনারি’ সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটিতে আবির ও নুসরাতকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। আর দেখা যাবে পৌলমী-মোশাররফ জুটির কাহিনী।