কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢাকা তথা উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন। ইতিহাসের অতলে হারিয়ে যাওয়া এক নায়ক। যিনি এই উপমহাদেশে চলচ্চিত্র আমদানি, নির্মাণ, প্রদর্শন করে বিপ্লব ঘটিয়েছেন। বিশ্লেষকরা বলছেন শুধু উপমহাদেশ নয় বরং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন করেন তিনি। ইতিহাসের চলচ্চিত্র লেখকদের লেখা ও গবেষণায় উঠে এসেছিলো হীরালালের কথায়। তবে এবার তাঁকে নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে।
ঢাকার মানিকগঞ্জের বকজুরিতে জন্ম নেওয়া চলচ্চিত্রকার হীরালাল সেনকে নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে কলকাতায়। আগামী ৫ ই মার্চ মুক্তি পাবে এই ছবি। ইন্দ্রজিৎ রায়ের প্রযোজনা সংস্থা ইজেল মুভিজের ব্যানারে ও আত্রেয়ি নির্মাণের উদ্যোগে ছবিটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা অরুণ রায়।
আগামী ৫ মার্চ কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতোমধ্যে ছবিটি একটি ট্রেইলর প্রকাশ পেয়েছে।
সেখানে দেখা যায় হীরালাল সেন উপমাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন। এছাড়া তিনিই প্রথম বিজ্ঞাপনচিত্র, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র এবং একই সঙ্গে রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করে তা প্রদর্শন করছেন। তাঁর একটি উক্তিও সেখানে দেখা যায়, বাজারে অনেকেই ছবি তোলে। কিন্তু হীরালাল একজনই। আবার তাঁকে বলতে শোনা যায়, হীরালাল সেন অন্যের জন্য ছবি তুলেনা। হীরালাল নিজের জন্য ছবি তোলে।
পরিচালক অরুণ রায় ‘হীরালাল’ ছবিটি প্রসঙ্গে বলেন, মানুষের ভুল ভাঙাতে এই সিনেমা বানানো হয়েছে। তিনি বলেন, ‘দাদা সাহেব ফালকে ‘রাজা হরিশচন্দ্র’ বানিয়েছিলেন ১৯১৩ সালে। কিন্তু তার বছর দশেক আগে ১৯০১-১৯০২ সালে পূর্ণ দৈর্ঘ্যের নির্মাণ করেছিলেন হীরালাল সেন। আমি মনে করি বাঙালির এবিষয় নিয়ে প্রশ্ন তোলা উচিত।’
অরুণ রায় বলেন, ‘প্রথম বিজ্ঞাপন বিষয়ক ছবি, ডকুমেন্টরি সবই সবই হীরালাল সেনের হাত ধরে পথ চলা শুরু। সিনেমার ব্যবসা থেকে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সবই তার হাতে। অথচ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে হীরালাল সেনের নাম নেয়া হয়না কোথাও।’
ছবিটিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, আনুশকা চক্রবর্তীসহ অনেকে।