লাইকি ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেলো নুসান ও মারজিয়া
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
সেরা লাইকি ক্রিয়েটর হিসেবে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ পুরস্কার পেলো নুসান তাসিম ও মারজিয়া মিমি। চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দু’টি আজীবন সম্মাননা পুরস্কারসহ মোট ২৩ বিভাগে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ দেওয়া হয়েছে। চলচ্চিত্র, নাটক, পরিচালক, অভিনেতা ও আরও অন্যান্য বিভাগে বিজয়ী নির্ধারণ করেন জুরি বোর্ডের সদস্যরা।
পুরস্কার পেয়ে উচ্ছসিত নুসান তাসিম জানান, সৃজনশীল প্রচেষ্টার স্বীকৃতি পেলে সবসময়ই ভালো লাগে। সেরা শর্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়ে নিজেকে সম্মানিত বোধ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মারজিয়া মিমি এমন একটি সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচিত করায় চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। এ পুরস্কার তাকে আরও দায়িত্বশীল হয়ে তার ফলোয়ারদের প্রত্যাশার দিকে মনযোগী হতে অনুপ্রাণিত করবে বলে তিনি মনে করেন।
সিঙ্গাপুরভিত্তিক স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ারিং প্ল্যাটর্ফম লাইকি বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৭ সালের জুলাই মাসে সারাবিশ্বে এটি উন্মোচন হয়। লাইকি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ। বিশ্বজুড়ে ১৫ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে লাইকির।