১৮ মার্চ ‘জি-ফাইভ’-এ আসছে মাল্টিকাস্টিংয়ের সিরিজ ‘কন্ট্রাক্ট’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
আগামী ১৮ মার্চ ভারতীয় স্ট্রিমিং সাইট ‘জি-ফাইভ’-এ আসছে মাল্টিকাস্টিংয়ের সিরিজ ‘কন্ট্রাক্ট’। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছয় পর্বের এ সিরিজে অভিনয় করছেন বাংলাদেশের একঝাঁক তারকা।