মহানায়ক উত্তম কুমারের চরিত্রে শাশ্বত, সুচিত্রা হচ্ছেন ঋতুপর্ণা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
মহানায়ক উত্তম কুমারের জীবনের অজানা কিছু দিক নিয়ে অতনু বসু নির্মাণ করছেন চলচ্চিত্র ‘অচেনা উত্তম’। এ ছবিতে মহানায়কের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে আছেন টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। আর গৌরী দেবীর চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
ছবিটিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে আছেন দিতিপ্রিয়া রায়। সুমিত্রা মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা লাহিড়ী। সুপ্রিয়া দেবীর চরিত্রে আছেন সায়ন্তনী রায় চৌধুরী।
তরুণ কুমারের ভূমিকায় থাকছেন বিশ্বনাথ বসু। এছাড়া সলিল দত্তর চরিত্রে অরিন্দল বাগচী, ডা. লালমোহন মুখোপাধ্যায় চরিত্রে শিবাশিস বন্দ্যোপাধ্যায় ও উত্তমকুমারের ছেলে গৌতমের চরিত্রে আছেন অনুভব কাঞ্জিলাল।
সুপ্রিয় দত্ত বশির আহমেদ ও অল্প বয়সের উত্তম কুমারের চরিত্রে অভিনয় করছেন নবাগত তীর্থরাজ বসু। অল্প বয়সের গৌরী দেবীর চরিত্রে স্নেহা দাস অভিনয় করছেন।
অতনু ঘোষ এর ‘আত্মজ’, ‘ব্ল্যাক কফি’ ও ‘বিপ্লব আজ ও কাল’ সিনেমা নির্মাণ করে জনপ্রিয়তা পেয়েছেন ইতোমধ্যে।।
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের শৈশব, কৈশোর ও তার ক্যারিয়ারের নানা উত্থান-পতন উঠে আসবে এ সিনেমায়।
আগামী এপ্রিল মাসে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা অতনু ঘোষ। আগামী পুজাতে ‘অচেনা উত্তম’ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রযোজক ও পরিচালক উভয়ই।