কালচারাল ইয়ার্ড ডেস্ক:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবার ১৬ তরুণ নারী নির্মাতা যাত্রা করলেন সুলতানা’স ড্রিমের সিনেমা নির্মাণ প্রক্রিয়ার সাথে। এ প্রক্রিয়ায় তিন নারী নির্মাতা বাছাই করা হবে। ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পাবেন তারা তিনজন।
জানা গেছে, একমাসের একটি কর্মশালার মাধ্যমে ১৬জন নারী নির্মাতার মধ্য থেকে সেরা তিন নির্মাতা বাছাই করা হবে। শতাধিক প্রতিযোগির মধ্য থেকে ১৬ জন নারী নির্মাতাকে বাছাই করা হয়েছে।
এ ১৬ জন নির্মাতার মধ্যে রয়েছে-লাবনী আশরাফ, আতশী কর্মকার, ফাতিহা তাইরা, জাহারা নাজিফা নোভা, নুসরাত জাহান ইশাত, ফারাহ জলিল, আফ্রিদা মেহজাবীন, ফারিয়া বেগম রাইয়া, ফাজানা নূর, নেহা শামীম, ফারিয়া মানার, মনন মুনতাকা, মাহমুদা আক্তার মনিশা, প্রাচিতা অহনা আলম, তিজাইয়া থমাস এবং মো. শিহাব।
এই আয়োজন সঞ্চলানা করেন অভিনয়শিল্পী নভেরা রহমান। প্রতিযোগিতার বিশেষ অতিথি চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালেদ রীতি ও গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক ক্রিশ্টান হ্যাকেনব্রোক। এই আয়োজনের উদ্যোক্তা চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন।
এ প্রতিযোগিতার বিষয়ে নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, চলচ্চিত্রের উন্নয়নে মেয়েদের ছবি নির্মাণে এগিয়ে আসা উচিত। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি গল্প পড়ে মুগ্ধতা প্রকশ করেন রুবাইয়াত।
এখানে আসা প্রতিটি গল্পই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি গল্পই বলা জরুরী বলে মনে করেন তিনি। কিন্তু প্রাথমিকভাবে ১৬জনকে নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ১৬ জনকে নিয়ে কর্মশালা করানো হবে। এরপর এখান থেকে তিনজনকে বাছাই করা হবে অনুদানের জন্য।
এই আয়োজনের সহ-আয়োজক প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ ও পরিবেশকের দায়িত্বে আছেন গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশ। এখানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেশব্যাপী প্রদর্শন করা হবে।
দক্ষিণ এশিয়ায় নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি গল্প সুলতানা’স ড্রিম বা সুলতানার স্বপ্ন থেকে আইডিয়া নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স বেগম রোকেয়ো স্বপ্নের মতো নারীদের জন্য এমন একটি ক্ষেত্র প্রস্তুত করতে চায় যেখানে নারীরা নিজেদের অভিজ্ঞতা ও চারপাশের অনিয়মের ঘটনা নি:সঙ্কোচে ব্যাক্ত করতে পারেন। এমন ভাবনা থেকেই এ আয়ে্জন বলে জানান আয়োজকরা।