কালচারাল ইয়ার্ড ডেস্ক:
চলতি বছরে বিশ্বসুন্দরী দিয়ে তাঁক লাগিয়েছেন এ সময়ের হার্টথ্রব জুটি সিয়াম আহমেদ ও পরীমনি। এবার আসছে সিয়াম-পরী জুটির সিনেমা ‘বায়োপিক’। টিভি নাটকের প্রশংসিত নির্মাতা সঞ্জয় সমদ্দার প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমাটি।
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে রবিবার (১৪ মার্চ) চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম ও পরী। রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে ছবিটির চুক্তিবদ্ধ হওয়ার অনষ্ঠানে সিয়াম ও পরী এ ছবিতে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করেন।
সিয়াম আহমেদ জানান, ক্যারিয়ারের শুরুতে আরটিভিতে উপস্থাপক হিসেবে যাত্রা শুরু করেছিলেন। এবার সেই আরটিভির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সিনেমায় কাজ করতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে।
সিয়াম জানান, থ্রিলার ধাঁচের এই চলচ্চিত্রে নায়িকা হিসেবে জুটি বেঁধেছেন পরীমনি। পরীর সঙ্গে আগের কাজ করার অভিজ্ঞতা দারুণ। সঞ্জয় সমদ্দারের নির্মাণও প্রশংসিত। সবাই সেরাটা দিয়ে কাজ করলে ছবিটি একটি দারুণ কিছু হবে এমনটাই বিশ্বাস করেন সিয়াম।
ছবিটি প্রসঙ্গে পরীমনির প্রতিক্রিয়া হচ্ছে, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বায়োপিক’ সিনেমাটির পরিকল্পনাটার দারুণ। ছবিটির গল্প ও টিম ভীষণ ভালো। এ ছবির একটি চরিত্র নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানান পরী।
ছোট পর্দার দক্ষ নির্মাতা সঞ্জয় সমদ্দার তাঁর প্রথম সিনেমা নিয়ে উচ্ছসিত মন্তব্যে জানান, নির্মাতা হিসেবে চলচ্চিত্র বানানোর যে স্বপ্ন ছিলো সেটি পূরণ হচ্ছে।
বেঙ্গল মাল্টিমিডিয়া তাকে সিনেমাটি নির্মাণের সযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা জানান সঞ্জয়।
শুরুতেই সিয়াম-পরীর মতো তারকা শিল্পীকে পেয়েও উচ্ছসিত নির্মাতা বললেন, নিজের সেরা পার্ফরমেন্স দিয়ে ছবিটি নির্মাণ করতে চান তিনি।
ছবির প্রযোজক সৈয়দ আশিক রহমান তাঁর প্রতিক্রিয়ায় জানান, চলচ্চিত্রের ভালো সময়টা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া। তিনি বলেন, এর আগে আমরা ‘যদি একদিন’, ‘সাপলুডু’র মতো ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। কোভিডের কারণে এর ধারাবাহিকতায় বাধা পেলেও সঞ্জয়-সিয়াম-পরীরা ভালো একটি ছবি উপহার দেবে বলে মনে করেন তিনি।