বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় টগবগে তারুণ্য-এমন একটি থিমে নির্মিত হলো বহুল আলোচিত সিনেমা ‘স্ফুলিঙ্গ’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নির্মাতা তৌকির আহমেদ নির্মাণ করেছেন ছবিটি। যা মুক্তির তারিখ ছিলো ১৯ মার্চ। তবে এবার জানা গেলো ঠিক সময়ে মুক্তি পাচ্ছে না এটি।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় এমন খবর জানিয়ে নির্মাতা তৌকির আহমেদ বলেন, ছবিটির সেন্সর হয়েছে। সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। কিন্তু কিছু জটিলতায় নির্ধারিত ১৯ মার্চ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছেনা। তবে জটিলতার বিষয়টি খোলাসা না করেই দ্রুত ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে বললেন নির্মাতা তৌকির আহমেদ।
এদিকে গত ১ মার্চ স্বাধীনতার মাসের প্রথম দিন টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার অফিসিয়াল ট্রেইলর প্রকাশিত হয়। প্রকাশ হয় ছবিটির ফার্স্টলুক, পোস্টার ও একটি গান।
দুই মিনিট ২০ সেকেন্ডের অফিসিয়াল ট্রেইলরে দেখা মেলে ছবির এক ঝলক। দেখা মেলে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় টগবগে একঝাঁক তরুণ ব্যান্ড দলের। ছবিটি নির্মিতই হয়েছে দেশ্রপ্রেমে উদ্ধুদ্ধ একটি ব্যান্ড দলকে কেন্দ্র করে।
‘স্ফুলিঙ্গ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের ঢালিউডের হার্টথ্রব চিত্রনায়িকা পরীমনি। এ সিনেমায় চিরাচরিত গ্লামারস লুক ছেড়ে সাদামাটা দেশপ্রেমে উজ্জ্বল তরুণীর চরিত্রের লুকে হাজির হয়েছেন তিনি।
চলচ্চিত্রটির তিন মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রওনক হাসান, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। এছাড়া ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষিয়াণ অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদসহ অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। তিনি সিনেমাটির একটি চরিত্রে অভিনয়ও করছেন বলে জানিয়েছেন তিনি।
গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সিনেমাটির শুটিং শুরু হয়। ২৩ দিনের মধ্যেই ছবিটির শুটিং সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন ছবির নির্মাতা তৌকির আহমেদ।