জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান এফডিসি। সেই এফডিসিতে জমকালো আয়োজনে পালিত হলো জাতির জনকের জন্মশতবর্ষ। পরিচালক, প্রযোজক ও শিল্পী তারকারা এক হয়ে স্মরণ করলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে কেক কেটে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩ টি সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানসহ তারকা শিল্পী ও সংগঠনসমূহের নেতারা উপস্থিত ছিলেন।
পরিচলক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বঙ্গবন্ধুর জন্মদিনে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অভিবাদন জানান। তিনি বলেন, আজ আমাদের আনন্দের দিন। বঙ্গবন্ধু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বাধীন। আমাদের প্রাণের এফডিসিও বঙ্গবন্ধুর হাতে গড়ে উঠেছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রিয়দর্শিনী মৌসুমী বলেছেন, বঙ্গবন্ধুর জন্মদিন আজ। বঙ্গবন্ধুর আদর্শের পথে হাঁটা আমাদের কর্তব্য।
বিশেষ এই দিনে মৌসুমী সবার প্রতি আহবান করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে সোনার বাংলা গড়তে শক্তিশালী করার।
এর আগে বিকেলে আলাদাভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা জাতির জনকের জন্মদিন পালন করেন। কেক কেটে উদযাপন করা হয় জন্মদিবস। আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠানের। অভিনেতা ডিপজল, চিত্রনায়ক রুবেল, অভিনেত্রী আনোয়ারা, সুজাতা, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস ও অঞ্জনাসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।