স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুকে নিয়ে এ আর রহমানের গান
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবার গান তৈরি করলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এ আর রহমান। বাংলা ও হিন্দি ভাষায় তিনি দুটি গানের সুর ও সঙ্গীত করেছেন। বাংলাদেশী গীতিকার জুলফিকার রাসেল বাংলা ও হিন্দি এ দুই ভার্সনটি লিখেছেন।
‘বোলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের হিন্দি গানটির ভিডিও স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। বাংলা গানটির শিরোনাম ‘আজও শুনি বজ্রধ্বনি’ শীঘ্রই এই মুজিববর্ষেই প্রকাশিত হবে।
শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিন বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে তৈরি করা হিন্দি গানটি প্রদর্শনের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তারা এ গানটির তালে তালে মাথা দোলান। গান শেষে বিপুল করতালির মাধ্যমে অভিবাদন জানান তারা।
করোনার কারণে এদিন এ আর রহমান অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও গীতিকবি জুলফিকার রাসেল উপস্থিত ছিলেন। এ আর রহমানের সুরে ও গায়কীতে এটাই বাংলাদেশের জন্য নির্মিত কোন গান।
এ গানটি লেখা ও প্রদর্শনের অনুভূতি ব্যাক্ত করে গীতকার জুলফিকার রাসেল জানান, এটি এমন এক মুহূর্ত সেটি মুখে বলে বা লিখে প্রকাশ করার সামর্থ্য নেই। কীভাবে এতকিছু হয়েছে টেরই পাইনি।
তিনি বলেন, এত বড় উৎসবের শেষ দিনের আয়োজনে আমাদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অতিথি হয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানের প্রধান চমক হিসেবে নতুন গান বাজলো এ আর রহমানের কণ্ঠ-সুরে! সেই গানটি আমার লেখা, এটুকু ভাবলে এখনও নিজের গায়ে চিমটি কাটি। ভ্রম বলে মনে হয়।
এ সময় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতকার এ আর রহমানের মতো একজন মানুষের সঙ্গে কাজের অনুভূতি দারুণ বলে নিজের উচ্ছাস প্রকাশ করলেন জুলফিকার রাসেল।