চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহান, মহাসচিব সুমন
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি পদে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোহানুর রহমান সোহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ মাত্র ৮০ ভোট পেয়েছেন। ১৬৫ ভোট পেয়ে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেযেছেন ৬৪ ভোট।
শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিএফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে চলে নির্বাচনী উৎসব। এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের গুনী চলচ্চিত্র পরিচালকরা। সন্ধ্যার পর ভোট গণনা শুরু হয়। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ। তিনি ১৬৬ ভোট পেয়েছেন। কবিরুল ইসলাম রানা ১৬২ ভোট পেয়ে উপ-মহাসচিব নির্বাচিত হয়েছেন। ।
এদিকে ৯টি সম্পাদকীয় পদের অর্থসচিব পদে নির্বাচিত হয়েছেন মোঃ সালাহউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব হয়েছেন রকিবুল আলম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি হয়েছেন নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রীড়া পদে নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল (১৯৩) এবং প্রচার, প্রকাশনা ও দফতর সচিব পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার সিরাজী (১৬২)।
এদিকে সমিতির ১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন যথাক্রমে- পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, মনি, মাসুমা তানি,
২০২১-২০২২ মেয়াদের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন। এই নির্বাচনে মোট ভোটার ছিলো ৩৬১ জন। সভাপতি পদে ছিলেন তিনজন ও মহাসচিব পদে ছিলেন তিনজন। ৯টি সম্পাদকীয় পদে এবং ১০টি কার্যনির্বাহী সদস্য পদে লড়াই করেছেন বহু প্রার্থী।