প্রিয়দর্শিনী মৌসুমী ছেলে ও পুত্রবধূসহ করোনামুক্ত, ঘরে ফিরলেন সানী
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী ছেলে ও সদ্য বিয়ে করে ঘরে তুলে আনা পুত্রবধূসহ করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী করোনামুক্ত ছিলেন। তিনি বাড়ির বাইরে ছিলেন ১৩দিন। এবার তিনি ফিরলেন ঘরে। কারণ মৌসুমী, তার ছেলে ও ছেলের বউ করোনা নেগেটিভ হয়েছেন।
জানা গেছে, গেলো ৪ এপ্রিল প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী, তাঁর ছেলে ফারদীন এহসান স্বাধীন ও নবপুত্রবধূ সাদিয়া রহমান আয়েশা করোনা পজেটিভ হন। তবে স্বামী ওমর সানী করোনা নেগেটিভ হয়েছেন। এরপর থেকে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছিলেন মৌসুমীসহ ছেলে ও ছেলের বউ। এ সময় বাসার বাইরে আত্নীয়ের বাসায় ছিলেন ওমর সানী।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাসায় ফিরে ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম, আমার পরিবারকে আল্লাহ হেফাজত করছেন। আপনার কাছে আমার সেজদা, রোজার উসিলায় এই মহামারি দূর করে দেন আল্লাহ।’
গত ২৬ মার্চ তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী তাদের ছেলে ফারদীনকে ধুমধাম করে বিয়ে দেন কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে। এর কয়েকদিন পর তারা করোনা আক্রান্ত হন। জানা যায়, তাদের বিয়েতে উপস্থিত একাধিক অতিথিরাও নাকি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এর আগে ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন ওমর সানী ও মৌসুমী।