কালারাল ইয়ার্ড ডেস্ক:
মিষ্টি হাসির চিত্রনায়িকা সারাহ বেগম কবরী প্রয়াত হয়েছেন করোনা আক্রান্ত হয়ে। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গন থেকে সর্বত্র শোক বিরাজমান। চিত্রনায়িকা, অভিনেত্রী ও পরিচালকের পাশাপাশি কবরী একজন রাজনৈতিক ব্যাক্তিত্ব। সাবেক সংসদ সদস্য এই রাজনীতিকের মৃত্যুতে তাই রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া বিরাজ করছে।
অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য কবরীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।
কবরীর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতি দিয়েছেন। ওবায়দুল কাদের প্রয়াত সারাহ বেগম কবরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ অভিনেত্রী ও রাজনীতিক কবরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি অভিনেত্রী সারাহ বেগম কবরীর অভিনয়ের স্মৃতিচারণ করে বলেন, অভিনেত্রী কবরী তাঁর অভিনয়ের মধ্য দিয়ে এদেশের মানুষের কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
এছাড়া অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানহ মন্ত্রীপরিষদের সদস্যরা কবরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে কবরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিংবদন্তী অভিনেত্রী কবরীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বাংলা চলচ্চিত্র তার মৃত্যুতে একজন গুণী অভিনয়শিল্পী ও পরিচালককে হারালো।
এদিকে বিএনপিপন্থী সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক শায়রুল কবির খান কিংবদন্তি অভিনেত্রী কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।