কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলা ছবির মিষ্টিমেয়ে খ্যাত চিত্রনায়িকা অভিনেত্রী, নির্মাতা ও সংসদ সদস্য সারাহ বেগম কবরী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর এই প্রয়াণে শোকাহত শোবিজ অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোবিজ অঙ্গনের শোকগাঁথা পরিলক্ষিত হচ্ছে।
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী:
মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেন? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেন?
পৃথিবীতে হয়তো এমন অনেক কেনর কোনও উত্তর নেই।
ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।
চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ:
চিত্রনায়িকা কবরীর সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে নিজের ফেসবুকে ওয়ালে লিখেছেন, রক্তাক্ত হৃদয়: মিষ্টি হাসির মেয়ে মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরী আর নেই। তিনি জান্নাতবাসী হোন। তিনি আমাদের সুপারস্টার ছিলেন। হৃদয় কবরীর জন্য বেদনাহত। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি।
বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা
স্মৃতিচারণ করে ফেসবুকে লেখেন, আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ- সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী…। আমি কিভাবে আপনাকে বিদায় জানাবো…! দমবন্ধ লাগছে …! শান্তিতে থাকুন কবরী ফুপু।
চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, অবশেষে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম:
ওপারে আপনি ভালো থাকুন। বিদায় কিংবদন্তি।
কণ্ঠশিল্পী কনক চাঁপা:
আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে!
প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া করো।
চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার:
না ফেরার দেশে চলে গেলেন প্রিয় এবং শ্রদ্ধেয় কবরী আপা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শোক জানানোর কোন ভাষা খুঁজে পাচ্ছি না, আপা। আপনি এভাবে চলে যাবেন তা কল্পনাও করিনি। আর কে বড় বোনের মত রাগ করে ধমক দিয়ে কথা বলবে? আবার কে আদর মিশ্রিত স্নেহের কন্ঠে বলবে, ও তো আমার ভাই। তাই ওর উপর আমি রাগ করতেই পারি।
আপা, এ শোক সহ্য করা ভিষন কঠিন। শুধু এই টুকু বলবো, আমরা কোন দিনই আপনাকে ভুলবো না। ভুলতে পারবো না। দোয়া করি, মহান রাব্বুল আল আমিন আপনাকে যেন জান্নাতবাসী করেন। আপনি ওপারে যেন ভালো থাকেন। আমিন।