এবার করোনা কেড়ে নিলো অভিনেতা এস এম মহসিনকে (ইন্নালিল্লাহি। একুশে পদকপ্রাপ্ত এই গুনী অভিনেতা করোনাক্রান্ত ছিলেন দীর্ঘদিন। নির্মাতা এস এ হক অলিক জানিয়েছেন তিনি রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর।
জানা গেছে, এস এম মহসিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি বারডেমের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোববার আসরের নামাজের পর প্রবীণ এই অভিনেতার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এস এম মহসীন চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনের বহু নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন।
অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বও পালন করেন।