কালচারাল ইয়ার্ড ডেস্ক:
মিষ্টি মেয়ে কবরীর প্রয়াণের ২৪ ঘন্টার মধ্যে চলে গেলেন সোনালী যুগের রুপালি পর্দার অন্যতম চিত্রনায়ক ওয়াসিমও। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা গেছেন বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, নায়ক ওয়াসিম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে অসুস্থ ওয়াসিম বাসায়ই ছিলেন। তিনি হাঁটতে পারতেন না। বিছানাতে শুয়ে-বসে দিন কাটত তার। রাতে হঠাৎ আরও অসুন্থ হয়ে পড়লে তাঁকে শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওয়াসিমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন জায়েদ খান। ওয়াসিম করোনা আক্রান্ত ছিলেন না বলেও জানিয়েছেন জায়েদ খান।
মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে রূপালি পর্দায় অভিষেক ওয়াসিমের। ছবিটি দারুণ ব্যবসাসফল হয়। এরপর ১৯৭৬ সালে এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তারকাখ্যাতি লাভ করেন।
সত্তর ও আশির দশকের ঢালিউডের সুপারস্টারদের একজন ছিলেন ওয়াসিম। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নায়ক হিসেবে বহু সিনেমা করেছেন। তিনি ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির জন্য দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। প্রায় দেড়শোর উপর সিনেমায় অভিনয় করেছেন ওয়াসিম।
ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে-দ্য রেইন, জিঘাংসা, কে আসল কে নকল, ডাকু মনসুর, দোস্ত দুশমন, মানসী, বাহাদুর, দুই রাজকুমার, সওদাগর, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, নরম গরম, ইমান, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান, চন্দন দ্বীপের রাজকন্যা, বেদ্বীন, জীবন সাথী ইত্যাদি।