লাল শাড়ি খ্যাত শিল্পী সোহাগ ও বেসামাল কন্যা খ্যাত শিল্পী তাসনীম মীমের দ্বৈত গান ‘চুমু’ আসছে। আগামী ২৩ এপ্রিল গানটির মিউজিক ভিডিও ‘নগর বাংলা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ।
প্রথমবারের মতো গানটিতে জুটি বেঁধে কাজ করছেন তারা। এপ্রিলের প্রথমে গানের রেকর্ডিং করা হয়। ১৩ এপ্রিল শেষ হয় গানটির শুটিং। গানটির সুর ও সঙ্গীত আয়োজন কণ্ঠশিল্পী সোহাগ নিজেই করেছেন।
আনমাস শিপনের কথায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আনিসুর রহমান। এর সিনেমাটোগ্রাফার ছিলেন ফয়েজ আহমেদ।
‘চুমু’ গানটি নিয়ে কণ্ঠশিল্পী বেশ আশাবাদী বলে জানান। তিনি জানান, এর মধ্য দিয়ে তিনি একটু ভিন্নরকম গান করার চেষ্টা করেছেন। শ্রোতারা তাদের এ গানটি বেশ পছন্দ করবেন বলেও আশা তাঁর।
গানটি নিয়ে তাসনীম মীম জানান, ভিন্নধারার এই গানটিকে ভালো কিছু করার চেষ্টা ছিলো। এর মাধ্যমে আবারও শ্রোতাদের ভালোবাসা অর্জন করতে পারবেন বলেও বেশ আশা প্রকাশ করেছেন তিনি। সবার কাছে মীম নিজের ও পুরো টিমের জন্য দোয়া চেয়েছেন।