স্বাস্থ্যবিধি মেনে বসছে জৌলুসবিহীন অস্কার : থাকছে না লাল গালিচা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
আবারও বাড়ছে করোনার প্রকোপ। তবে কোনরকম ভার্চুয়ালি আয়োজন ছাড়াই যথাসময়ে যথাস্থানে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অস্কার। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে এর ৯৩তম আসর। তবে এবারে কোন তারকার লাল গালিচায় হাঁটার সুযোগ নেই।
অনেকটাই জৌলুসবিহীন এবারের অস্কারের আসর। কোভিড ১৯ এর ভয়াবহতার কথা চিন্তা করে নেওয়া হয়েছে সতর্কতা ব্যবস্থা। লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে করা হয়েছে অস্কারের আয়োজন। করোনা পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অতিথিদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হবে। আর এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে করা হয়েছে সুরক্ষা টিম। এদিকে সবাইকে ঢুকতে হবে মাস্ক পড়ে।
অস্কারের অন্যতম মূল আকর্ষণ লাল গালিচায় তারকাদের হাঁটা। এবার সে সুযোগ থাকছেনা। লাল কার্পেট-ই থাকছেনা এবার। নানা নিয়মের বেড়াজালে জৌলুসহীন আয়োজনে এবারের অস্কার অনুষ্ঠিান হবে। অনুষ্ঠানের পরে তারকাসহ অতিথিদের ১০ দিনের কোয়ারেন্টাইন মেনে চলারও নির্দেশনা দেওয়া হয়েছে।।
তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করেছেন। সব আয়োজন শেষের দিকে। আর মাত্র ৬দিন বাকি অনুষ্ঠানের।