আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ পরিচালিত একটি নাটক আসছে। এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান এবং সময়ের আলোচিত অভিনেত্রী তানজিন তিশা।
ইতোমধ্যেই নাটকের কাজ শেষ করেছেন পলাশ। তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে আমার পরিচালনায় কিছু নাটক নির্মাণ করতে যাচ্ছি। এর মধ্যে তাহসান আর তানজিন তিশাকে নিয়ে একটি নাটকের কাজ শেষ করেছি। ’
সামনে আরও কিছু কাজ আছে বলে জানান তিনি। এদিকে লকডাউন শিথিল হলে একটি শর্টফিল্মের কাজ শুরু করবেন এই নির্মাতা।
নিজের অভিনয় প্রসঙ্গে জিয়াউল হক পলাশ বলেন, ‘আমি মিডিয়াতে এসেছিলাম একজন পরিচালক হওয়ার জন্য। কিন্তু ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের মনে আমাকে অভিনেতা হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। আমার অভিনয় জীবনের বড় প্রাপ্তি হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি। এ নাটকের কাবিলা চরিত্রটি যে দর্শকদের কাছে এত জনপ্রিয় হবে, কোনো দিনও এমনটা ভাবেন নি তিনি।
ভালো গল্প ও চরিত্র পেলে সামনে আরও অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন এই অভিনেতা।