কালচারাল ইয়ার্ড ডেস্ক:
তুমি আমার কত চেনা, সে কি জানোনা….। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া দোলনা সিনেমার এ গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। গানটি রোজিনার অভিনয়ে গানের সুরের মুগ্ধতা যেন আরও বাড়িয়ে দেয়। সত্তর দশক থেকে নব্বই দশক এরকম অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় ও গানে ঠোঁট মিলিয়ে এখনও দর্শকহৃদয়ে আসন গেড়ে আছেন রোজিনা। আজ চিত্রনায়িকা রোজিনার জন্মদিন। শুভ জন্মদিন রোজিনা।
বাংলাদেশী চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনেত্রী জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। ঢালিউডে চার দশকে বহুসংখ্যক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসসহ বহু পুরস্কার অর্জন করেছেন। দেশের বাইরেও প্রশংসিত হয়েছেন গ্লামার দুনিয়ার এই নায়িকা।
১৯৫৫ সালের ২০ এপ্রিল রোজিনা রাজবাড়ি জেলার গোয়ালন্দে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম রওশন আরা রেণু। মঞ্চে অভিনয় করতে করতেই তিনি বেশকিছু বিজ্ঞাপনে কাজের সুযোগ পান। এরপর একসময় চলচ্চিত্রে অভিনযে সুযোগ পান।
১৯৭৬ সালে ‘জানোয়ার’ সিনেমায় পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে তাঁর। এফ. কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় একক নায়িকা হিসেবে অভিষেক ঘটে রোজিনার।
অভিনয় দক্ষতা ও নিজের গ্ল্যামার দিয়ে তিনি জায়গা করে নেন ঢালিউডে। ১৯৮০ সালে ‘কসাই’ ছবিতে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে ও ১৯৮৮ সালে ‘জীবন ধারা’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোজিনা। সুরু মিঞা সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাচসাস পুরষ্কারও পেয়েছেন।
জানোয়ার, মাটির মানুষ, অভিযান, শীর্ষনাগ, চম্পা চামেলী, রাজনন্দিনী, রাজকন্যা, শাহী দরবার, আলীবাবা সিন্দবাদ, সুলতানা ডাকু, যুবরাজ, কসাই, জীবনধারা, অন্যায় অবিচার, রঙিন রূপবান, দোলনা, সাত ভাই চম্পাসহ বহু ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন রোজিনা।