সুরে সুরে আল্লাহর ৯৯ নামে তাঁকে ডাকলেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী । আল্লাহর ৯৯ নাম বাংলায় পাঠ করলেন তিনি। আল্লাহর নামে করা একটি লিরিক্যাল ভিডিও নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ইমন।
ভিডিওতে ক্যাপশনে হিসেবে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহতালার ৯৯টি সুন্দর নাম বাংলায় পাঠ করার চেষ্টা করলাম, একটাই উদ্দেশ্য- মহিমান্বিত এ নামগুলো যেন আমরা আরও বেশি অনুভব ও ধারণ করতে পারি। মহান আল্লাহতালা আমাদের ক্ষমা করে পৃথিবীটা সুন্দর করে দিন।’
রোববার (১৮ এপ্রিল) ইফতারের পূর্ব মুহর্তে প্রকাশ করা ইমনের ভিডিওটি ভাইরাল হয়েছে। আল্লাহর নামে গুনগান করায় তাঁর সুরে মুগ্ধ শ্রোতারা কমেন্টে নিজেদের ভালো লাগা ও ভালোবাসার কথা জানিয়েছেন। তাঁর বহু ভক্ত ভিডিওটি শেয়ার করে তা আরও ছড়িয়ে দিয়েছেন ফেসবুকে।
জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর গিটারবাদক ইমন চৌধুরী একজন সঙ্গীত পরিচালকও । ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমায় আবহ সঙ্গীতের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তিনি বেশকিছু জনপ্রিয় নাটক ও সিনেমায় আবহ সঙ্গীত করে প্রশংসিত হয়েছেন। তিনি বিজ্ঞাপনের জিঙ্গেলও নির্মাণ করেন।
শরাফ আহমেদ জীবন পরিচালিত নাটক ‘আবার তোরা সাহেব হ’ -তে ‘প্রাণ ধরিয়া মারো টান’ গান গেয়ে বেশ জনপ্রিয়তা পান তিনি। ছোটবেলা থেকেই তিনি গান করেন। তবে গান গাওয়ার চেয়ে গিটার বাদক হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য তিনি। তাঁর গিটার বাদন খুবই পছন্দ করতে খোদ গিটার লিজেন্ড ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।