এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন মারাঠি অভিনেতা কিশোর নন্দলস্কর। তিনি বলিউডে সিনেমায়ও জনপ্রিয়তা পেয়েছিলেন। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।
বলিউডের ‘সিঙ্ঘম’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’, ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’সহ বহু হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন কিশোর নন্দলস্কর। তাঁর সহঅভিনেতা বলিউড হিরো গোবিন্দসহ তারকারা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
কিশোরের নাতি অনীশ মুম্বাই সংবাদমাধ্যমকে জানান, গত ১৪ এপ্রিল এই অভিনেতার কোভিড পজেটিভ হয়। এ সময় তাঁকে থানের এক করোনা চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার আগে তাঁর শ্বাসকষ্ট ছিল। তাঁর কথা বলতে অসুবিধা হচ্ছিল। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও কম ছিল।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কিশোর নন্দলস্কর মারা যান বলে তাঁর নাতি অনীশ মুম্বাইয়ের সংবাদমাধ্যমে জানিয়েছেন।
এদিকে করোনায় আক্রান্ত বলিউডের নব্বইয়ের দশকের সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠৌর। তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য দেওয়া হচ্ছে বলে জানা গেছে।