করোনার মধ্যেই ঈদে আসছে সালমান খানের নতুন সিনেমা রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। আগামী ১৩ মে সিনেমা হলে এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা প্রভু দেবা পরিচালিত এই সিনেমাটির ট্রেলার। সকল স্বাস্থ্যবিধি ও প্রটোকল মেনেই ঈদে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন এই নির্মাতা।
জানা গেছে, ইতোমধ্যেই জি-৫ ছবির ডিজিট্যাল রাইট কিনে নিয়েছে। তারা জানান, প্রেক্ষাগৃহের সাথে একই দিনে ওটিটিতে ‘রাধে’ মুক্তি দেয়া হবে। শুধুমাত্র সাবস্ক্রিপশন থাকলেই অন্য সিরিজ বা মুভির মত দেখার সুযোগ থাকবে না। এই সিনেমাটি দেখতে হলে আলাদা করে টাকা দিতে হবে। তবে সেই টাকা পরিমাণটা কত হবে তা এখনও জানানো হয় নি।
সিনেমায় সালমান খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।