টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল উর্মিলা শ্রাবন্তী কর এবার আসছে ‘ময়দা সুন্দরী’ হয়ে। নীহাজ খান পরিচালিত ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ময়দা সুন্দরী’ এবারের ঈদে মুক্তি পাচ্ছে। সম্প্রতি ঢাকার অদূরে উলুখোলা, কালিগঞ্জ ও গাজীপুরে নাটকটির দৃশ্যধারণের কাজ করা হয়। এখন নাটকটি সম্পাদনার কাজ চলছে।
নাটকটি নিয়ে পরিচালক নীহাজ খান বলেন, ‘সময়ের উপযোগী দর্শক চাহিদা সম্পন্ন গল্পনির্ভর নাটক এটি। ঈদকে কেন্দ্র করে বিনোদননির্ভর ও শিক্ষানির্ভর এই ঈদ ফিকশন নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে নাটকটির টাইটেল গানও তৈরি করা হয়েছে। সম্পাদনার কাজ চলছে। মজাদার এই নাটকটি দেখে দর্শক যেমন বিনোদন পাবে তেমনই নাটকের প্রতি তাদের আগ্রহ এবং ভালোসার সৃষ্টি হবে।’
নাটকের টাইটেল গানের কথা, সূর ও কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সেরা সূরকার প্লাবন কোরেশী। সুজিত বিশ্বাসের রচনা এবং মিডিয়া ক্রিয়েশনের প্রযোজনায় চিত্রধারণ করেছেন মনিরুজ্জামান মনির, শাহাজাদা রহমান এবং মামুন আল হাসান।
দুটি পরিবারের গল্প এটি। এর একটি জহিরের ও আরেকটি কবরীর। জহির ও কবরীর মধ্যে দারুণ প্রেম। জহির সিনেমাপাগল। সে শাকিব খানের ভক্ত। অন্যদিকে সুন্দরী কবরী এমনিতেই অনেক সুন্দর। কিন্তু তবুও সে সবসময় নিজের মেকাপ ও সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে। তার এই সাজুগুজু থাকা নিয়ে নানা মজার কাহিনী ঘটতে থাকে। ছেলেপক্ষ তাকে দেখতে আসলে তার সাজুগুজু নিয়ে বেশ বিরক্ত হয়। তার এই সাজুগুজু নিয়ে তার পরিবার ও প্রেমিকও বিরক্ত। তার সাজুগুজু নিয়েই আবর্তিত নাটকটি।
‘ময়দা সুন্দরী’ নাটকের টিম
‘ময়দা সুন্দরী’ নাটকের প্রধান চরিত্র কবরীর চরিত্রে অভিনয় করেছে উর্মিলা শ্রাবন্তী কর। তার বিপরীতে জহির চরিত্রে অভিনয় করেছে আরিফ হাসান। এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছে শবনম পারভীন, সোহেল খান, অনুভব মাহবুব, লিজা খানম, ফয়সাল শাহ, মৌমিতা মেহেক, নিথর মাহবুব, মিথিলা আহমেদসহ অনেকে।