কালচারাল ইয়ার্ড ডেস্ক:
সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের আসর। সোমবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় বিশ্ব চলচ্চিত্রের সেরা এ আসর বসে। ভোর ৬টায় শুরু হয় পুরস্কার বিতরণ। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।
এবারের অস্কার আসরে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘নোম্যাডল্যান্ড’ ছবিটি। একই সাথে ছবিটির পরিচালক ক্লোয়ি জাও এবং অভিনেত্রী ও প্রযোজক ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড অস্কার সেরার পুরস্কার পেয়েছেন।
পুয়ের্তোরিকান অভিনেত্রী রিটা মোরেনো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে আয়োজিত অস্কারের মঞ্চে এ ছবির নাম ঘোষণা করেন। ২৩টি বিভাগে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এর পক্ষে পুরস্কার দেয়া হয়।
যারা পুরস্কার পেয়েছেন তাদের তালিকা নিচে দেয়া হলো-
এবারের অস্কারে সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
সেরা অভিনেত্রী : ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা পরিচালক : ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা পার্শ্ব-অভিনেত্রী : ইয়া-জাঙ উন (মিনারি)
সেরা পার্শ্ব-অভিনেতা : ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা মৌলিক চিত্রনাট্য : প্রমিসিং ইয়াং ওম্যান (এমারেল্ড ফেনেল)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন ও ফ্লোরিয়ান জেলা)
সেরা চিত্রগ্রহণ : ম্যাঙ্ক (এরিক মেসারস্মিট)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : টেনেট (স্কট আর. ফিশার, অ্যান্ড্রু জ্যাকসন, ডেভিড লি ও অ্যান্ড্রু লকলি)
সেরা সম্পাদনা : সাউন্ড অব মেটাল (মিকেল ই. জি. নিলসেন)
সেরা পোশাক পরিকল্পনা : মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)
সেরা শব্দ : সাউন্ড অব মেটাল (জেইম বখত, নিকোলাস বেকার, ফিলিপ ব্লাড, কার্লোস করতেস ও মিশেল কুটোলেঙ্ক)
সেরা শিল্প নির্দেশনা : ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহার বার্ট ও জ্যান পাসকেল)
সেরা রূপ ও চুলসজ্জা : মা রেইনি’স ব্ল্যাক বটম (সের্গিও লোপেজ-রিভেরা, মিয়া নিল ও জেমিকা উইলসন)
সেরা অ্যানিমেটেড ছবি : সৌল (পিট ডক্টর ও ডানা মারে)
সেরা প্রামাণ্যচিত্র : মাই অক্টোপাস টিচার (পিপ্পা এরলিচ, ক্রেগ ফস্টার ও জেমস রিড)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা মৌলিক গান : ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা মৌলিক সুর : সৌল (ট্রেন্ট রেজনা, অ্যাটিকাস রস, জন বাটিস্ট)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার্স (ট্রেভন ফ্রি ও মার্টিন ডেসমন্ড রো)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি : ইফ অ্যানিথিং হ্যাপেনস আই লাভ ইউ (মাইকেল গোভিয়ার ও উইল ম্যাককরম্যাক)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : কলেট (অ্যালিস ডয়ার্ড ও অ্যান্থনি গিয়াচ্চিনো)