সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৬ এপ্রিল) বসেছে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের আসর। এবার অস্কারের মঞ্চে ভারতীয় অভিনেতা ইরফান খান ও ভারতের প্রথম অস্কারজয়ী ফ্যাশন ডিজাইনার শৌখিনী ভানু আথাইয়াকে স্মরণ করা হয়।
এদিন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় বিশ্ব চলচ্চিত্রের সেরা এ আসর বসে। ভোর ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হয়।
এবার ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্মরণ করা হয়েছে প্রয়াত অভিনেতা ইরফান খান ও ফ্যাশন ডিজাইনার শৌখিনী ভানু আথাইয়াকে। প্রতিবছর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে বিখ্যাত প্রয়াত তারকাদের সম্মান দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার ইরফান খান ও শৌখিনী ভানু আথাইয়ার নাম উঠেছে এ বিভাগে।
গেলো বছরের ২৯ এপ্রিল মারা যান ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তিনি জুরাসিক ওয়ার্ল্ড, অ্যামেজিং স্পাইডার ম্যান, লাইফ অব পাইসহ বেশকিছু হলিউডি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। এছাড়া তিনি বাংলাদেশের মোস্তফা সারোয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
এদিকে একই বছরের ১৫ অক্টোবর প্রয়াত হন ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া। রিচার্ড অ্যাটেনবরো নির্মিত ‘গাঁধী’ সিনেমার কস্টিউম ডিজাইনার হিসেবে ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কার জেতেন তিনি। তিনি পেশায় ছিলেন ফ্যাশন ডিজ়াইনার।
কোলাপুরে জন্মগ্রহণ করেন ভানু আথাইয়া। ১৯৫৬ সালে গুরু দত্তের বিখ্যাত চলচ্চিত্র ‘সিআইডি’র মাধ্যমে শুরু চলচ্চিত্রজীবন। এ ছবিতে তিনি পোশাক ডিজাইনার হিসেবে শুরু করেছিলেন। এরপর প্রায় ১০০টিরও বেশি সিনেমায় কাজ করেন। তিনি ‘কাগজ কে ফুল’, ‘পিয়াসা’, ‘সাহেব বিবি অওর গুলাম’, ‘তিসরি মঞ্জিল’, ‘গাইড’, ‘সত্যম শিবম সুন্দরম’সহ অসংখ্য সিনেমার পোশাক ডিজাইনার ছিলেন। ‘লেকিন’ ও ‘লগান’ সিনেমার জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন ভানু।
তিনি ২০১২ সালে একাডেমি অব মোশন পিকচার্সকে তার অস্কারের স্মারক ফিরিয়ে দেন। কারণ হয়তো এখানে এর যথাযথ রক্ষণাবেক্ষণ হবে না বলে আশঙ্কা করেছিলেন তিনি।