ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সময়ের আরেক সম্ভাবনাময় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। এবার প্রথমবারের মত তারা এক সাথে কাজ করতে যাচ্ছেন। রায়হান রাফির নতুন সিনেমা ‘নূর’-এ মূখ্য চরিত্রে অভিনয় করবেন শুভ।
মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্টার শেয়ার করে নতুন এই ছবির ঘোষণা দেন নির্মাতা রাফি।
জানা গেছে, নূর চলচ্চিত্রটি প্রযোজনা করবেন শাপলা মিডিয়া। তবে এই সিনেমায় অন্যান্য চরিত্রে আরও কে কে অভিনয় করবেন সেটা এখনও জানান নি পরিচালক।
এদিকে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবালে মুক্তি পেয়ে আরিফিন শুভর রাজনৈতিক-রোমাঞ্চভিত্তিক ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে দুই পর্বের পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’।