বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ‘অপি করিম’ অভিনীত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ছবিটি ভারতের সেরা ছবির তালিকায় স্থান করে নিয়েছে। দ্য ইন্ডিয়া চ্যাপ্টার অব দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকসে সেরা ১০ সিনেমার তালিকায় রয়েছে এটি। ছবিটি তালিকার সপ্তম অবস্থানে রয়েছে।
দ্য ইন্ডিয়া চ্যাপ্টার অব দ্য ইন্টারন্যাশনাল বরাবরের মতো ২০২০ সালেও ভারতের সেরা ১০ ছবি নির্বাচন করে। মালায়ালাম ‘১৯৫৬ সেন্ট্রাল ট্রাভানকোর’ ও ‘আ’হর’; মারাঠি ভাষার সিনেমা ‘স্থলপূরাণ’ ও ‘অ্যাসেশ অন রোড ট্রিপ’; আসমীয়া ‘ব্রিজ’; হিন্দি ‘কোসা’ ও ‘লায়লা ওর সাত গীত’; তামিল ‘নাসির’ ও কন্নড় ভাষার ছবি ‘পিঙ্কি এলি’ ছবিগুলো এ তালিকায় রয়েছে।
ভারতে সেরা সিনেমার তালিকায় ‘মায়ার জঞ্জাল’ ছবিটি স্থান করে নেওয়ায় উচ্ছসিত অভিনেত্রী অপি করিম। তিনি ছবিটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন।
এর আগে চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিলো ‘মায়ার জঞ্জাল’ ছবিটি। ছবিটির উদ্বোধনী প্রদর্শনীও করা হয় ওই উৎসবে।
প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিতে দেখা যায় সোমা নামের একটি কলকাতার বিবাহিত মেয়ে। বেকার স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার।
সোমা তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করেন। স্বামী সংসার নিয়ে টানাপোড়েন ও একজন নারীর সংগ্রামের চিত্র উঠে আসে ছবিটিতে। এতে সোমা চরিত্রে অভিনয় করেন অপি করিম। তার বিপরীতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেন কলকাতার মেধাবী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।