করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণে উৎসাহ দিচ্ছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। বিশ্বজুড়ে তারকাদের নিয়ে প্রচারণায় অংশ নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছে সংস্থাটি। বাংলাদেশের তারকাদের নিয়েও প্রচারণা চালাচ্ছে তারা। ইউনিসেফের এই সচেতনতামূলক প্রচারণায় এবার অংশ নিয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান। ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন ‘শাকিব খান’কে বলা হচ্ছে সচেতন নাগরিক।
ইউনিসেফ বাংলাদেশ শাকিব খানকে ‘সর্বপ্রিয় অভিনেতা’ এবং একজন ‘দায়িত্ববান নাগরিক’ হিসেবে উল্লেখ করে অফিশিয়াল পেজ ও ইনস্টগ্রামে পোস্ট করে। সেখানে বলা হয়, বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খান। আরো একটি পরিচয় আছে, তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।
ইউনিসেফের ফেসবুক পেজে বলা হয়, এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে শাকিব খান আপনাকেও আহবান জানাচ্ছেন: সঠিক সময়ে আপনার এবং আপনার সন্তানের টিকাদান নিশ্চিত করুন।
করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার শেষ দিন এপ্রিলের ৫ তারিখ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন শাকিব। দুমাস পর ৫ জুন তার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের তারিখ।
শাকিব খান প্রথম ধাপে করোনা টিকা নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেননি বলে জানিয়েছেন। তিনি সেসময় সবার প্রতি টিকা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিজেরা করোনার টিকা নিন এবং আশপাশের সবাইকে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করুন।