কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রমজিত আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শনিবার (১ মে) মুম্বইয়ের সেভেন হিলসের এক হাসপাতালে মারা গেছেন তিনি। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বিক্রমজিতের মাত্র ৫২ বছর বয়স হয়েছিলো। তাঁর মৃত্যুতে শোকে ভাসছে বলিউড। ভারতের সংবাদমাধ্যমগুলো তাঁর মুত্যু সংবাদ নিশ্চিত করেছে।
বড় পর্দা ছাড়াও ছোট ছোটপর্দার বহু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘গ্র্যান্ড মাস্তি’, ‘পেজ থ্রি’, ‘হে বেবি’, ‘রকেট সিং’, ‘যব তক হ্যায় জান’ ‘হিরোইন’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন। ২০০৩ সালে অভিনয়ে হাতেখড়ি মধুর ভান্ডারকার পরিচালিত ‘পেজ থ্রি’ ছবির মাধ্যমে।
ছোটপর্দার জনপ্রিয় সিরিজ ‘দিল হি তো হ্যায়’, ‘দিয়া অউর বাতি হম’, অনিল কপূরের ‘২৪’ ধারাবাহিকে অভিনয় করে প্রতিভার স্বাক্ষর রাখেন। ডিজনি হটস্টারের বিখ্যাত ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ সিরিজে সর্বশেষ তিনি অভিনয় করেন। সিরিজটিতে অভিনয় করে অভিনয়ে বেশ প্রশংসিত হন বিক্রমজিত।
প্রথম জীবনে ভারতীয় সেনাবাহিনীর মেজর পদে আসীণ ছিলেন। এরপর অবসর নিয়ে পুরোদস্তুর অভিনেতা বনে যান তিনি। ছোটবেলা থেকেই বলিউডে অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ করেছিলেন।
বিক্রমজিতের হঠাৎ প্রয়াণে শোকে স্তব্ধ বলিউড অঙ্গন। বিক্রমজিতের এই হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না রোহিত বসু রায়, বিক্রম ভট্টের মতো তারকারা।
চলচ্চিত্র পরিচালক অশোক পণ্ডিত টুইটারের মাধ্যমে এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়ে লিখেছেন, ‘আজ সকালে কোভিডে বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ছিলেন।কঁওয়ারপাল। বহু ছবি এবং ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। ওঁর পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি’।
পরিচালক বিক্রম ভাট ইনস্টাগ্রামে অভিনেতার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এসকঙ্গে এত কাজ করেছি আমরা, তোমাকে খুব কাছ থেকেই চিনি। এমন একটা সময়ের মধ্যে রয়েছি, যাতে মনে হচ্ছে একেকটা দিন যেন একেকটা দীর্ঘ অবিচুয়ারি। শান্তিতে থাকো মেজর।’
বলিউডের আরেক শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ী সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়ে তাঁর টুইটে লেখেন, ‘খুবই খারাপ খবর। গত ১৪ বছর ধরে তোমাকে চিনি। রেস্ট ইন পিস মেজর।’