জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে ‘মুজিববর্ষ বিশেষ গবেষণা’ সিরিজের ১০০ পর্ব। গেলো বছরের ১৭ মার্চ শুরু হওয়া এই ১০০ পর্ব শেষ হয় চলতি বছরে।
বছরব্যাপী ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ শিরোনামে এই গবেষণা সিরিজের গবেষণা ও গ্রন্থনায় রয়েছেন সাংবাদিক ও গবেষক নজরুল ইসলাম বশির। এই গবেষণা সিরিজের ১০০তম পর্বে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সর্বশেষ মন্ত্রিপরিষদ বৈঠক সম্পর্কিত দুর্লভ নথিপত্র হুবহু তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুর ১৯৭২ সালের প্রথম দিনের কাজ নিয়ে নির্মিত হয় এই গবেষণা সিরিজের প্রথম পর্ব। গবেষণার ১০০টি পর্বে বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছরের ঐতিহাসিক কাজসমূহের প্রামাণ্য তথ্য, ছবি ও দুর্লভ নথিপত্র তুলে ধরা হয়।
নজরুল ইসলাম বশির ইতিহাস বিকৃতিরোধে ব্যক্তিদায়বোধ থেকে এই দুর্লভ গবেষণায় আত্মনিয়োগ করেন। ২০১৮ সালে তার আলোচিত গবেষণা গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ ব্যাংক’ প্রকাশিত হয়।২০১৯ সালের ১২ মার্চ গ্রন্থটি হাইকোর্টে গৃহীত, পঠিত ও প্রশংসিত হয়।
নজরুল ইসলাম বশির মুজিববর্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি’ এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান’ নামে দুটি মৌলিক গবেষণা গ্রন্থের কাজ সমাপ্ত করেন।