শ্রম অধিকার বাস্তবায়নের দাবি ঢালিউড কিং শাকিব খানের
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢালিউড কিং শাকিব খান ১মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজ থেকে একটি বার্তা দিয়েছেন। এদিনে শ্রমিকদের অধিকার আদায়ের দিনে শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
ফেসবুক পেজে দেওয়া পোস্টে শাকিব খান লিখেছেন, ‘সমাজের অন্যান্য পেশার মানুষের মতো সকল শ্রমিকের মর্যাদাসম্পন্ন শ্রেণি হিসাবেই আমাদের দেখা উচিত। তাদের পরিশ্রমের ফলে আমরা ভালো থাকি! ভালো থাকে একেকটি পরিবার। তাই তারাই রিয়েল লাইফের হিরো! শ্রমিকদের ভালো রাখতে তাদের ন্যায্য ও সকল শ্রম অধিকার যথাযথভাবে বাস্তবায়ন হওয়া প্রয়োজন!’
তিনি লিখেছেন, ‘নিশ্চিত হোক শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ। সুস্থ থাকুক সকল শ্রমজীবী মানুষ, উন্নত হোক দেশ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। মহান মে দিবসে দেশ ও প্রবাসের সব শ্রমজীবী মানুষদের জানাই শুভেচ্ছা।’
করোনার দ্বিতীয় ঢেউয়ের লকডাউন শুরুর আগে শাকিব খান নিজের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং শেষ করেছেন। শাহীন সুমনের পরিচালনায় নির্মিত এই সিনেমায় প্রথমবারের মতো কলকাতার নায়িকা দর্শনা বণিকের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড কিং।
‘সত্তা’ সিনেমার প্রযোজক সোহানী হোসেন সিনেমাটি প্রযোজনা করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানা গেছে।
এদিকে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়েছেন শাকিব খান। ইউনিসেফের ফেসবুক পেজে বলা হয়, এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে শাকিব খান আপনাকেও আহবান জানাচ্ছেন: সঠিক সময়ে আপনার এবং আপনার সন্তানের টিকাদান নিশ্চিত করুন।
করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার শেষ দিন এপ্রিলের ৫ তারিখ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন শাকিব। দুমাস পর ৫ জুন তার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের তারিখ।