কালচারাল ইয়ার্ড ডেস্ক :
বলিউডের কিংবদন্তি অভিনেতা মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হন। বর্ষীয়ান এই অভিনেতার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিলীপ কুমার বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তবে কোন রোগ নিয়ে ৯৮ বছর বয়সী এই অভিনেতা হাসপাতালে ভর্তি হয়েছেন সেটা এখনও জানা যায় নি।
দিলীপ কুমারের বর্তমান অবস্থা সম্পর্কে সায়রা বানু জানান, তিনি দ্রুত ভালো হয়ে উঠছেন। খুব শীঘ্রই তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার ব্রিটিশ ভারতের পেশোয়ারে (বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া) ১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।
‘জুগনু’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পান ছয় দশকেরও অধিক সময় ধরে রাজত্ব করা কিংবদন্তি এই অভিনেতা। সিনেমাটি মুক্তি পায় ১৯৪৭ সালে। এরপর ‘দাগ’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘আজাদ’, ‘নয়া ডর’, ‘মধুমতী’, ‘কিলা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘মশাল’, ‘সওদাগর’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন।
দিলীপ কুমারকে বলিউডের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে ধরা হয়। ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার অর্জন করেন তিনি, যা গিনেস বিশ্ব রেকর্ড।
তিনি ৮ বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছেন। মনোনয়ন পেয়েছেন ১৯ বার। ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন ১৯৯৩ সালে। ২০১৫ সালে ভারতীয় সরকার তাকে পদ্মবিভূষণ দেন।
পারিবারিক জীবনে ১৯৬৬ সালে তিনি অভিনেত্রী সায়রা বানুকে বিয়ে করেন। সায়রা তার থেকে প্রায় ২২ বছরের ছোট। প্রায় ৫৪ বছর ধরে সংসার করছেন এই তারকা জুটি।