কালচারাল ইয়ার্ড ডেস্ক:
হালের সিনেমা ও টেলিভিশন ও ওয়েব দুনিয়ার জনপ্রিয় তিন অভিনেত্রী রুনা খান, জাকিয়া বারী মম ও শবনম ফারিয়া। এবারের ঈদে এই তিন নারী গুনী অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ ‘বিলাপ’-এ।
মুক্তি প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রোডাকশন হাউজ কপ ক্রিয়েশন থেকে এ সিরিজ নির্মাণ হয়েছে। সিরিজটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ খ্যাত সানী সানোয়ার। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ এটি যৌথভাবে নির্মাণ করছেন।
এবারের ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম সিনেম্যাটিক-এ মুক্তি পাচ্ছে সিরিজটি। এর মধ্যে এর ট্রেইলর প্রকাশিত হয়েছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলছে। সিনেমাপ্রেমীরা এই সিরিজটিকে ঈদের এক অন্যতম সেরা কনটেন্ট হিসেবে বিবেচনা করছে।
ওয়েব সিরিজ ‘বিলাপ’-এর ব্যপারে লেখক ও পরিচালক সানী সানোয়ার জানান, ট্রেলারটি দর্শকদের কাছে এতটা সমাদৃত হবে তা অভাবনীয় ছিলো। দর্শক প্রতিক্রিয়ায় উৎসাহিত তিনি। সিরিজের ৫টি খণ্ডই দর্শকদের একটি ভিন্ন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ঈদ বিনোদনে একটি ভিন্নমাত্রা যোগ করবে বলে আশা করেন সানী সারোয়ার।
হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ। সেই সঙ্গে কয়েকটি লোমহর্ষ খুনের ঘটনা ঘটতে থাকে। শত চেষ্টা করেও পুলিশের স্পেশাল টিম যখন এসব অপরাধের কোন ক্লু খুঁজে পায় না তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের সন্ধান পায়। ওয়েব সিরিজ ‘বিলাপ’ গল্পের প্লট সাজানো হয়েছে এভাবেই।
ডার্ক থ্রিলারধর্মী এ সিরিজের তিন গুরুত্বপূর্ণ চরিত্রে রুনা, মম ও ফারিয়া রয়েছেন। এছাড়া সিরিজটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাসুম বাশার, ইনতেখাব দিনার, মাজনুন মিজান, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, নীলাঞ্জনা নীলাসহ অনেকে।