করোনাকালীন দ্বিতীয় ঈদে সব অঙ্গনের মতো শোবিজ অঙ্গনও স্থবির অনেকটাই। প্রেক্ষাগৃহে নেই তেমন কোন ছবি। টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মে কিছু সিরিজ, নাটক ও ফিল্ম প্রচারিত হবে। ঘরবন্দি ঈদে এগুলোই হচ্ছে বিনোদনের একমাত্র মাধ্যম। এদিকে তারকাদেরও ঈদে ঘরবন্দি সময় কাটাতে হবে। করোনার কারণে অনেক তারকার চিরবিদায় ঘটেছে। সেই ক্ষতও মনে নিয়ে করোনাকালীন তারকাদের ঘরবন্দি ঈদ পালন করতে হবে।
শাকিব খান
ঢাকাই সিনেমা সুপারস্টার শাকিব খান ‘অন্তরাত্মা’ সিনেমা শেষ করেছেন সম্প্রতি। এবারের ঈদে ঢাকায় নিজের ঘরেই ঈদ কাটাবেন তিনি। গেলো বছরও তার কেটেছে গৃহবন্দি হয়েই। ঘরে বাবা-মায়ের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন কিং খান।
শবনম বুবলী
চিত্রনায়িকা শবনম বুবলী বাইরে যাওয়ার কোন প্লানই করেননি। ঈদের দিন পরিবারের সঙ্গে ঘরেই কাটাবেন তিনি। তিনি বাসার সবার জন্য বিশেষ খাবার রান্না করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
সিয়াম আহমেদ
হালের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছোটবেলা থেকে বাবা-মায়ের সঙ্গে ঢাকাতেই ঈদ করেন। তবে করোনাকালীন ঈদে সবার মতোই ঘরে পরিবারের সঙ্গেই ঈদের সময় কাটাবেন তিনি। তবে বিশেষ পরিকল্পনার মধ্যে রয়েছে শ্বশুরবাড়ি যাওয়া। এর বাইরে কোথাও যাচ্ছেন না এই অভিনেতা।
নুসরাত ফারিয়া
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রতিবারের ঈদে ঢাকায় পরিবারের সঙ্গে কাটান। তবে এবার করোনাকালীন বিশেষ এক পরিকল্পনা করেছেন তিনি। ময়মনসিংহে নিজের ফার্মহাউজে ঈদ করার পরিকল্পনা তার। ইতোমধ্যে পরিবারের সঙ্গে সেখানে অবস্থান করছেন গ্লামার কন্যা নুসরাত ফারিয়া।
সাইমন সাদিক
চিত্রনায়ক সায়মন সাদিক নিজ গ্রাম কিশোরগঞ্জে চলে গেছেন। পরিবারের সঙ্গে ঈদের দিনটি কাটাবেন ঢাকাই সিনেমার এই তারকা শিল্পী।
পিয়া জান্নাতুল
মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল গত বছরের মতো এবারের ঈদ ঘরেই কাটাবেন। এবারের ঈদটা তার জন্য বিশেষ গুরত্ব বহন করে। কিছু মাস আগেই তিনি প্রথম পুত্র সন্তানের মা হয়েছেন। তাই সদ্যজাতকে পুত্রকে নিয়ে ঘরে কাটবে ঈদের দিন।
চঞ্চল চৌধুরী
ঈদের দিন বরাবরের মতোই পরিবারকে নিয়ে টেলিভিশনে নাটক দেখে সময় কাটবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দিচ্ছেন।