করোনাকালীন এই দুর্দিনে লকডাউনে ঘরেবন্দি মানুষ। এ সময় লোকসানের ভয়ে সিনেমা মুক্তি থেকে পিছিয়ে এসেছে প্রযোজ-পরিচালকরা। তবে সামনে এগিয়ে এসেছেন প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। দুর্দিনের ঈদে হলে মুক্তি পাচ্ছে ডিপজলের সিনেমা।
শাকিব খানের ‘অন্তরাত্মা’, আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ ও সিয়াম আহমেদের ‘শান’ মুক্তির কথা ছিলো এবারের ঈদে। কিন্তু ক্ষতির শঙ্কায় মুক্তি পিছিয়েছে ছবিগুলো। এর মধ্যে নিজের প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘সৌভাগ্য’ মুক্তির ঘোষণা দিলেন ডিপজল। ছবিটিতে বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এর আগে এক বছরের বেশি সময় থেকে রাজধানীর গাবতলী এলাকায় ‘সৌভাগ্য’ চলচ্চিত্রের পোস্টার প্রদর্শিত হচ্ছে।
ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে ছবিটি মুক্তির জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন ডিপজল। তিনি জানান, ছবি মুক্তি না পেলে হল বন্ধ হয়ে যাবে, এ জন্য লোকসানের ঝুঁকি জেনেও ছবি মুক্তি দিয়েছেন তিনি। তিনি দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে হলে আসার আহ্বান জানান।
ডিপজলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্রের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক এফ আই মানিক। ২০১১ সালে ছবিটি নির্মাণ করা হয়। নির্মাণের ৯ বছর পর মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। চ্যানেল নাইনেও চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ছবিটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক কাজী মারুফ ও চিত্রনায়িকা তমা মির্জা। এছাড়া রয়েছেন অভিনেতা প্রবীর মিত্র, আলী রাজসহ আরও অনেকে।
এদিকে ডিপজলের ‘সৌভাগ্য’ সিনেমাটি ছাড়াও ‘নারীর শক্তি’ নামে একটি ছবি মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।