ঢাকাই ছবির কিং খান শাকিব খান আবারও চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে জুটি বেধে অভিনয় করছেন ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনা ও তপু খানের পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছে মঙ্গলবার (২৫ মে) সকালে। এরপর থেকে আজ দ্বিতীয়দিনের মতো পুরোদমে চলছে শুটিং।
রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে চলচ্চিত্রটির কাজ চলছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফিতা কেটে শাকিব খান সিনেমাটির শুটিং শুরু করেন। এ সময় নায়িকা বুবলী ছাড়াও অভিনেতা ফখরুল বাশার, মিলি বাশারসহ ছবিটির শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
ছবিটির প্রযোজক আশিকুর রহমান জানান, মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে। এই ছবিটির শুটিং হবে ৩০ দিন। করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর ফার্স্টলুক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ পায়। শাকিব খানের ফার্স্টলুক প্রকাশে প্রশংসায় ভাসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফার্স্টলুকে প্রতিবাদী রুপে হাজির হন শাকিব খান।
গেলো ১৮ ফেব্রুয়ারি আরটিভিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত আয়োজনে ছবিটিতে চুক্তিবদ্ধ হন শাকিব খান ও শবনম বুবলী।
তরুণ নাট্যনির্মাতা তপু খান প্রথমবারের মতো এ জুটিকে নিয়ে ছবি বানাচ্ছেন। এর আগে তাহসান-শ্রাবন্তীকে নিয়ে ‘যদি একদিন’ ছবি নির্মাণ করে বেশ সাড়া ফেলে বেঙ্গল মাল্টিমিডিয়া।