টেলিভিশন নাটকের জনপ্রিয় দুই মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও সারিকা সাবরিন। দু’জনে নিজেদের অভিনয় গুনে জয় করেছেন দর্শকদের মন। প্রত্যেকে বিভিন্ন চরিত্রে অনেক অভিনয় শিল্পীর সাথে জুটি বেঁধে প্রচুর কাজ করেছেন। অপূর্ব-সারিকা জুটি হিসেবেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। সেখানেও পেয়েছেন সফলতা। এবার দীর্ঘ দুই বছর পর এই জুটির নতুন নাটক আসছে। অপূর্ব-সারিকার নতুন নাটক ‘হার্ট টু হার্ট’।
‘হার্ট টু হার্ট’ নাটকটি পিওর রোমান্টিক গল্পে নির্মিত। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা বি ইউ শুভ।
নাটকটি প্রসঙ্গে পরিচালক শুভ বলেন, ‘‘হার্ট টু হার্ট’ পিওর রোমান্টিক গল্পের নাটক। আশা করি দর্শকরা পছন্দ করবেন।’
অপূর্ব-সারিকা জুটি সর্বশেষ ২০১৯ সালে ‘ভুলতে পারিনি’ এবং ‘প্রিয় বাবা-মা’ নাটকে অভিনয় করেছিলেন। সেই নাটক দু’টিও পরিচালনা করেছিলেন বি ইউ শুভ।
এ বিষয়ে তিনি জানান, অপূর্ব এবং সারিকা জুটির শেষ কাজও ছিলো তার সঙ্গে। এবার তার কাজ দিয়েই ফিরছেন তারা। বিষয়টি তার জন্য খুবই আনন্দের।
বৃহস্পতিবার থেকে নাটকটির দৃশ্য ধারণ শুরু হবে বলে জানান নির্মাতা শুভ।